প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী তেল-গ্যাস আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

0
গ্যাস সরবরাহ

পাইপলাইন মেরামতের কারণে আজ বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা মিরপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান পুরানো পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।

এ কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর-১৩ নম্বর সেক্টর পানির ট্যাঙ্কি পর্যন্ত রাস্তার উত্তর পাশের এলাকা এবং আশেপাশের এলাকায় সব গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এসব এলাকার সিএনজি, আবাসিক, শিল্প, বাণিজ্যিক সব লাইনের সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version