প্রচ্ছদ বিশেষ খবর আবারও ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশনা

আবারও ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশনা

0

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামন অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,  ৫ হাজার ১৮১ জন সানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ পর্যন্ত দেশে ৬ লাখ ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version