প্রচ্ছদ আবাসন করোনা ভাইরাস পরীক্ষার কিট ক্রয়ে সরকারকে ২৫ লক্ষ টাকার সহযোগীতা করেছে রিহ্যাব

করোনা ভাইরাস পরীক্ষার কিট ক্রয়ে সরকারকে ২৫ লক্ষ টাকার সহযোগীতা করেছে রিহ্যাব

0

করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লক্ষ টাকার সহযোগীতা করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।সংকটকালীন সময়ে সরকারের কাছে কোন ধরনের কোন দাবি উত্থাপন না করে সরকারের সাথে থেকে এই সংকট মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version