প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আরব আমিরাতে সব ধরনের ভিসা বাতিল

আরব আমিরাতে সব ধরনের ভিসা বাতিল

0

সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে আরব আমিরাত। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে আগামী দু’সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে। বৈধ ভিসাধারী ব্যক্তি যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা কেউই এখন আমিরাতে প্রবেশ করতে পারবেন না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। অনেক দেশেই এই ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমিরাতে এখন পর্যন্ত ১১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপরদিকে, এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

করোনার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এর অংশ হিসেবেই সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে অন্য দেশে অবস্থান করা নিজেদের নাগরিকদেরে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে।

যারা বর্তমানে আমিরাতের বাইরে রয়েছেন তারা যে যে দেশে অবস্থান করছেন সেখানে আমিরাতের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version