প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত

0
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র চেয়ারম্যান শরীফ জহিরের সভাপতিত্বে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী; অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানানো হয়। একইসঙ্গে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version