প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় বারের  মতো পিসিআই ডিএসএস সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় বারের  মতো পিসিআই ডিএসএস সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন

0

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) পেমেন্ট কার্ড ইন্ড্রস্ট্রি ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআইডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী ২য় বারের মতো পরিপালন সম্পন্ন করেছে। ২০১৯ সালে ১ম বার ইউসিবি এই সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন করে।

২য় বারের মতো সার্টিফিকেশনের পরিপালন উদযাপন করেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল; ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ;  কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি; হেড অফ অভ্যন্তরীন নিয়ন্ত্রন ও পরিপালন জনাব মোহাম্মদ জিয়াউল্লাহ খান; ইউসিবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি জনাব এ ওয়াই এম মোস্তফা সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা প্রদানকরী প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষন, প্রাক্রিয়াকরন ও আদান প্রদানে সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহন করে , তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআই ডিএসএস।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version