প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এআইইউবি এর মধ্যে চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এআইইউবি এর মধ্যে চুক্তি

0

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং এ্যমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইউসিবি এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এআইইউবি এর শিক্ষার্থীদের টিউশন ফি সংগৃহীত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবি এর ডিরেক্টর ফিন্যন্স এন্ড এ্যকাউন্ট জনাব খন্দকার সাব্বির মোঃ কবির; এআইইউবি এর এ্যাসোসিয়েট প্রফেসর ও ডিরেক্টর, স্টুডেন্ট এ্যাফেয়ার্স অফিস জনাব মঞ্জুর এইচ খান; এআইইউবি এর এ্যাসিস্টেন্ট ডিরেক্টর, ফিন্যন্স জনাব মোঃ রফিকুল ইসলাম; এআইইউবি এর সিস্টেম এনালিস্ট, জনাব মোঃ সদরুল আমিন; ইউসিবি’র বনানী শাখা প্রধান জনাব মোহাম্মদ মোনোয়ার হোসেন; ইউসিবি’র ইভিপি ও হেড অব ট্রানজেকশনাল ব্যাংকিং জনাব সেকেন্দার-ই-আজম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version