প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি ইউরোপের তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিগুলোতে সাইবার হামলা

ইউরোপের তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিগুলোতে সাইবার হামলা

0
তেল কোম্পানী

ইউরোপের একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানিতে সাইবার হামলা চালানো হয়েছে। হামলায় জার্মানির অয়েলট্যাকিং, বেলজিয়ামের এসইএ ইনভেস্ট ও নেদারল্যান্ডসের ইভোসের আইটি সিস্টেম ব্যাহত হয়। শুক্রবার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সাইবার হামলার কারণে বিশ্বজুড়ে তেল সংরক্ষণ ও পরিবহন কোম্পানিসহ কয়েক ডজন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে একটি সংগঠিত হামলা বলে অভিহিত করেছেন। তাছাড়া হামলায় ওই তিন কোম্পানির আইটি সিস্টেম অনেকটাই ভেঙে পড়েছে।

বেলজিয়ান প্রসিকিউটররা জানান, এ হামলার তদন্ত করা হচ্ছে। কারণ এসইএ ইনভেস্টের টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানির মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের চালিত সব বন্দরে হামলা চালানো হয়। এরই মধ্যে আইটি সিস্টেম ঠিক করতে কাজ শুরু করেছে কোম্পানিটি।

নেদারল্যান্ডসের ইভোসের একজন মুখপাত্র বলেন, টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোর আইটি পরিষেবার কার্যক্রম সম্পাদনে কিছু বিলম্ব হচ্ছে।

অন্যদিকে অয়েলট্যাকিং তেল, গাড়ির জ্বালানি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সঞ্চয় করে থাকে। গত সোমবার কোম্পানিটি সাইবার হামলার শিকার হয়। এ ঘটনার পর তারা মজুদ কমাতে বাধ্য হয়। তবে এর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানানো হয় কোম্পানিটির পক্ষ থেকে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version