ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ইতালি উপকূলীয় এলকা থেকে ৩৬২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বাংলাদেশিদের বহনকারী দুটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে শনিবার ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে।
গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে।
বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন প্রায়েই। তাদের অনেকেরই নানা দুর্ঘটনায় সাগরে সলিল সমাধি হয়।