প্রচ্ছদ বিশেষ খবর ইন্টারনেট ও মোবাইল এসএমএসের মাধ্যমে যে ভাবে ফল জানা যাবে

ইন্টারনেট ও মোবাইল এসএমএসের মাধ্যমে যে ভাবে ফল জানা যাবে

0

আজ (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে।

সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হবে। এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনের পর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানায়, দুপুর ১২টায় স্ব-স্ব কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে জেএসসি-জেডিসির ফল প্রকাশিত হবে

ইন্টারনেট : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও (http://dperesult.teletalk.com.bd), এ দু’টি ওয়েবসাইটে পাওয়া যাবে প্রাথমিক সমাপনী পরীক্ষার (জেএসসি ও জেডিসি) ফল। এছাড়া, মোবাইল অ্যাপ থেকে জেএসসি-জেডিসির ফলাফল জানা যাবে (www.educationboardresults.gov.bd) এই ওয়েবসাইটে।

তাছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboard.gov.bd সাইট থেকেও রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন’র মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট-শিট ডাউনলোড করা যাবে।

মোবাইলে:

DPE পরীক্ষার ফল

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:

DPESTUDENT IDYEAR & SEND TO 16222

Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222

EBT পরীক্ষার ফল

EBTSTUDENT IDYEAR & SEND TO 16222

Example: EBT 1120194142432222 2019 & SEND TO 16222

JSC পরীক্ষার ফল

JSCBOARDROLLYEAR & SEND TO 16222

Example: JSC DHA 123456 2019 & SEND TO 16222

JDC পরীক্ষার ফল

JDCMADROLLYEAR & SEND TO 16222

Example: JDC MAD 123456 2019 & SEND TO 16222

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version