প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ইমতিয়াজ ইউ আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি...

ইমতিয়াজ ইউ আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন

0
ইমতিয়াজ ইউ আহমেদ

জনাব ইমতিয়াজ ইউ আহমেদ সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। উক্ত পদে পদোন্নতি লাভের পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব ইমতিয়াজ ২০০৩ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্যাংকিং সেক্টরে কর্পোরেট ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা, মানবসম্পদ, ট্রেজারি ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং এ তার রয়েছে সুবিশাল অভিজ্ঞতা। উল্লেখ্য, তিনি কর্পোরেট এবং রপ্তানি অর্থায়ন খাতে বিনিয়োগে ব্যাংকের উপস্থিতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্মদক্ষতা ব্যাংকের আর্থিক সূচকসমূহকে দৃঢ় অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ব্যাংকিং সেক্টরে ২৫ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন জনাব ইমতিয়াজ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি এ কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। তাছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর অধীনে কেপিএমজি রহমান রহমান হকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জনাব ইমতিয়াজ পেশাগত উন্নয়নে দেশে ও বিদেশে অনুষ্ঠিত অনেক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version