প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি ই-জিপির উন্নয়নে ৩৪০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ই-জিপির উন্নয়নে ৩৪০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

0

ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানিয়েছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঋণ অনুদান দেয়া হয়েছে।

তারা বলছে, ‘ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়নকাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখা ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।’

প্রকল্পটির বিশ্বব্যাংকের টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বলেন, ‘সরকারি কেনাকাটার আধুনিকায়ন সরকারি ও বেসরকারি খাতের গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এই আধুনিকায়নে সক্ষমতা বেড়েছে, স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ব্যবসা সহজ হয়েছে।’

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version