আগামী ১০ আগস্ট থেকে পোশাকশিল্প কারখানায় ঈদের ছুটি শুরু হবে। গতকাল (রবিবার) শ্রম মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
কে এম আলী আজম বলেন, ছুটি ঘোষণার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে কারখানার মালিকদেরকে বলা হয়েছে। শিল্প এলাকায় ঈদের আগের শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা থাকবে বলে জানান তিনি।
গাজীপুর, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুরের মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানাগুলোতে ১০ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হবে। এসব কারখানায় ছুটি থাকবে ১৭ আগস্ট পর্যন্ত।