প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি উত্তরা-কার্জন হল প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট সম্পন্ন

উত্তরা-কার্জন হল প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট সম্পন্ন

0
মেট্রোরেল

উত্তরা-কার্জন হল পর্যন্ত প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট নিরবচ্ছিন্নভাবে নির্মাণসম্পন্ন হয়েছে। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করছে স্বপ্নের মেট্রোরেল।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এসব তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণসম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এই অংশের কাজ একেবারে শেষপর্যায়ে। এই অংশে স্টেশন মোট ৯টি।

অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব ৮ দশমিক ১২ কিলোমিটার, এ রুটের মধ্যে স্টেশন ৭টি। এই অংশে আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণসম্পন্ন। এখন কার্জন হল থেকে কমলাপুর পর্যন্ত ভায়াডাক্টের কাজ বাকি।

২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version