গত বছর ডিসেম্বরের শেষে চীনের উহান শহরের মানবদেহে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঐ শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছিল। দীর্ঘ ৮ মাস পর গতকাল মঙ্গলবার উহানের দুই হাজার ৮০০ কিন্ডারগার্টেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল খুলে দেওয়া হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর গতকাল প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রাত্যহিক কার্যতালিকার অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে চীনের পতাকা উড়িয়েছে। যদিও চীনে এখনো গণসমাগম এড়িয়ে চলার সতর্কবার্তা জারি রয়েছে।
উহান শহরের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, নতুন করে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখা যায়, তার প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সম্ভব হলে বাস-ট্রেনের মতো গণপরিহন পারতপক্ষে এড়িয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয়, সে জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় মহড়া চালানো এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি হিসাবে চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ছয়শর বেশি মানুষ মারা গেছে, যার ৮০ শতাংশ মৃত্যুই হয়েছে উহানে। গত জানুয়ারির শেষ দিক থেকে উহানে কড়া লকডাউন শুরু হয়। দুই মাসের বেশি সময় ওই লকডাউন বহাল ছিল। এর পর গত মে মাসে উহানের সব নাগরিকের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়।