প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা

ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা

0
ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা ও আমিন কোর্ট কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার ও মো. আবুল বাশার। সভায় মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজার সভাপতিত্বে এসময় ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক জাহানারা বেগম, আমিন কোর্ট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্পোরেট শাখা দুটি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে অগ্রণী ব্যাংকের আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version