প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঋণ আদায়ে কঠোর জনতা ব্যাংক, খেলাপি গ্রাহক ২য় বার গ্রেপ্তার

ঋণ আদায়ে কঠোর জনতা ব্যাংক, খেলাপি গ্রাহক ২য় বার গ্রেপ্তার

0
জনতা ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাষ্ট্র মালিকানাধীন অন্যতম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি.। যেসব খেলাপি গ্রাহক দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধে সময়ক্ষেপণ করে আসছেন তাদের কাছ থেকে ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে এ পদক্ষেপের প্রেক্ষিতে গত রোববার রাতে জনতা ব্যাংকের উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার খেলাপি গ্রাহক মেসার্স ফারজানা পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মালিক মো. মশিউর রহমানকে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ২য় বার গ্রেপ্তার করে। এর আগে তিনি একই মামলায় ২০২৩ সালে গ্রেপ্তার হন।
জানা গেছে, মো. মশিউর রহমান ২০১০ সালে মেসার্স ফারজানা পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নামে উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা হতে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। তিনি গত এক যুগ ধরে ঋণ পরিশোধে সময়ক্ষেপণ করে আসছিলেন। ব্যাংক থেকে বার বার তাগাদা দেয়ার পরও ঋণ পরিশোধ না করা করায় অর্থঋণ আদালতে মামলা দায়ের (মামলা নং ৫৭৪/২০২০) করে ব্যাংক কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ফারজানা পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিক মো. মশিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম বার গ্রেপ্তার হন। সে সময় তিনি ব্যাংকের সমুদয় পাওনা ছয় মাসের মধ্যে পরিশোধ করবেন বলে আদালতে মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান। অথচ ঋণ পরিশোধের পরিবর্তে তিনি ব্যাংকের বিরুদ্ধে রীট পিটিশন (নং-১২১৭৯/২৩) দাখিল করে মামলার বিচার কার্য বিলম্বিত করেন। মহামান্য হাইকোর্ট কর্তৃক রীট পিটিশনের দাবী অযৌক্তিক প্রমাণিত হওয়ায় তা খারিজ হয়ে যায়। পরে অর্থজারী মামলায় গত ২৩ ফেব্রুয়ারি রোববার তিনি ২য় বার গ্রেপ্তার হন। জনতা ব্যাংকের কাছে ফারজানা পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মোট খেলাপি ঋণের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।

যোগাযোগ করা হলে এ ব্যাপারে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনাসহ ব্যাংকের অন্যান্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আমরা ইতিমধ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। যেসব খেলাপি গ্রাহক দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধে সময় ক্ষেপন করছেন তাদের বিরুদ্ধে আইনি তৎপরতা জোড়দার করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version