প্রচ্ছদ বিশেষ খবর এইচএসসি পরীক্ষা উপলক্ষে সব কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে সব কোচিং সেন্টার বন্ধ

0
কোচিং সেন্টার

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। এতে অংশ নেবেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এরমধ্যে গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version