দেশে নতুন ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একক আবেদনে ও একক ফি পরিশোধে প্রয়োজনীয় পাঁচটি সেবা দিতে সোনালী ব্যাংক পিএলসিসহ ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার অনলাইন পোর্টালের মাধ্যমে প্রদানকৃত পাঁচটি সেবার অন্যতম ব্যাংক হিসাব খুলতে প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
২৫ মে বরিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। বিডার মাধ্যমে একক আবেদনে দেয়া সেবাগুলো হলো নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট ও ব্যাংক হিসাব খোলা।