প্রচ্ছদ বিশেষ খবর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২১২ জন

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২১২ জন

0
করোনায় মৃত্যু

দেশে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসময়ে আরো ১১ হাজার ৩২৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। দেশে নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১৩টি পরীক্ষাগারে ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। দেশে নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৮ জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। এ হিসাবে এখন বাংলাদেশে সক্রিয় করোনা রোগী রয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ৫৩ জন ঢাকার। এছাড়া খুলনায় ৭৯, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। মৃতদের ১৬০ জন সরকারি হাসপাতালে, ৩৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১৬ জন বাসায় মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৪ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ২৫৪ জন এবং নারী ৪ হাজার ৭৫০ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯০ জনের বয়স ৬০ বছরের বেশি । এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ৪০, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৭ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version