প্রচ্ছদ শিক্ষা ও ক্যারিয়ার একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের নির্বাচিতদের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের নির্বাচিতদের ফল প্রকাশ

0
এইচএসসি পরীক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের শেষ ধাপের নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে xiclassadmission.gov.bd এই ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলেও এসএমএস পাঠানো হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, তৃতীয় ধাপে ১ লাখ ১৮ হাজার ৫৪২ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে বিভিন্ন কলেজে মনোনীত হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনীতরা নিশ্চয়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ২ মার্চ।

জানা গেছে, মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।

তবে পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version