প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এক্সিম ব্যাংককে সম্মাননা পদক প্রদান করলো বিআইবিএম

এক্সিম ব্যাংককে সম্মাননা পদক প্রদান করলো বিআইবিএম

0

সাস্টেইনেবল ফাইন্যান্স, সিএসআর, গ্রিন ফাইন্যান্স ও কোর ব্যংকিং কার্যক্রমে সক্ষমতা বিবেচনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচিত দেশসেরা ১০ ব্যাংকের তালিকায় স্থান পাওয়ায় এক্সিম ব্যাংককে সম্মাননা পদক প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট- বিআইবিএম ও জার্মান কো-অপারেশন। আজ (২৮ আগস্ট ২০২২) ঢাকার বিআইবিএম মিলনায়তনে, বিআইবিএম ও জার্মান কো-অপারেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত নবম বার্ষিক ব্যাংকিং কনফারেন্সে এক্সিম ব্যাংক-কে এই সম্মাননা পদক প্রদান করা হয়।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের পক্ষে জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান ফ্লোরিয়ান হেলেন এর হাত থেকে স্বীকৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত, বিআইবিএম এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

 

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version