প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এপিএ চুক্তি বাস্তবায়নে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় স্থান অর্জন

এপিএ চুক্তি বাস্তবায়নে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় স্থান অর্জন

0
অগ্রণী ব্যাংক

২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে অগ্রণী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২৫ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃঞ্চ মন্ডল ও মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ সমন্বয়কারী মাকসুমা আকতার বানু, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (সিআরও) মোহাম্মদ দীদারুল ইসলাম, এফসিএ সহ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version