প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি অর্জন করল ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড এনুয়াল রিপোর্টস্...

এমটিবি অর্জন করল ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড এনুয়াল রিপোর্টস্ ২০১৯

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড এনুয়াল রিপোর্টস্ ২০১৯ অনুষ্ঠানে বেসরকারি ব্যাংক বিভাগে (যৌথভাবে ৩য়) এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে সার্টিফিকেট অব মেরিট পুরষ্কার গ্রহণ করেছে। গত ২৬ নভেম্বর, ২০২০ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী ও সাংসদ, টিপু মুন্সি-এর হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এই অর্জন এমটিবি’র কর্পোরেট শাসনপদ্ধতির মান উন্নয়নে এমটিবিয়ানদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version