প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড (বিএএফএল)-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় একটি মাস্টার ট্রেড লোন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, এমটিবি’র ট্রেড সম্পর্কিত লেনদেনের বিপরীতে মার্কিন ডলার অর্থায়নে ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড সহায়তা প্রদান করবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং বিএএফএল-এর কান্ট্রি হেড, আদিল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে এমটিবি’র হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস এন্ড অফশোর ব্যাংকিং ডিভিশন, মোঃ বখতিয়ার হোসেন ও ইউনিট হেড, ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স সার্ভিসেস ডিপার্টমেন্ট, এ.টি.এম. নেসারুল হক এবং ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড-এর হেড অব ট্রেজারি, সাদিকউজ্জামান খান ও হেড অব কর্পোরেট ব্যাংকিং, মমতাজুল করিম এন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version