‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “নিউরোবৈচিত্র্য এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এগিয়ে নিয়ে যাওয়া” উদযাপন করেছে। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার-এ আক্রান্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের সক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে।
এই মডিউলটির লক্ষ্য হলো অটিজমে আক্রান্ত কিশোর-কিশোরীদের ব্যক্তিগত সীমানা, সম্মতি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সামাজিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝাতে সহায়তা করা। একইসঙ্গে অভিভাবক, শিক্ষক ও কেয়ারগিভারদের প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন ও সামর্থ্য চিহ্নিত করতে সহায়তা করা এবং বিশেষজ্ঞ ও থেরাপিস্টদের সাথে একসাথে কাজ করার সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৩, ৪, ৫, ও ১০-এর প্রতি প্রতিশ্রুতি পূরণে অবদান রাখতে চায়।
পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী, ইউনিসেফ-এর হেলথ সিস্টেমস স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস, পিএফডিএ-ভিটিসির উপদেষ্টা, ড. এস এম আসিব নাসিম এবং অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা।