প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশন ও নটরডেম কলেজ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এমটিবি ফাউন্ডেশন ও নটরডেম কলেজ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0
এমটিবি

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ‘নটরডেম কলেজ-এর লিটারেসি স্কুলের ফান্ডিং ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের জন্য নটরডেম কলেজের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্রকল্পের অধীনে এমটিবি ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য নটরডেম কলেজ দ্বারা পরিচালিত লিটারেসি স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহ করবে। এমটিবি ফাউন্ডেশন, এই প্রকল্পের মাধ্যমে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২ এবং ৪ অর্জনে সহায়ক হিসেবে নিজেদের ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

ঢাকায় অবস্থিত নটরডেম কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ-এর উপস্থিতিতে ড.ফাঃ হেমন্ত পিউস রোজারিও, সিএসসি, অধ্যক্ষ, নটরডেম কলেজ এবং সামিয়া চৌধুরী, সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নটরডেম কলেজ-এর কোষাধক্ষ্য, টুটুল পিটার রড্রিক্স ও নটরডেম নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেভিয়ার গমেজ এবং এমটিবি’র অ্যাসোসিয়েট ম্যানেজার, নেহেরিন মাকসুদ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version