প্রচ্ছদ বিশেষ খবর এমবিবিএস ভর্তি পরীক্ষা এপ্রিলের ২ তারিখেই হবে

এমবিবিএস ভর্তি পরীক্ষা এপ্রিলের ২ তারিখেই হবে

0

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নট প্রেস রিজেক্ট) করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ আগামী ২ এপ্রিল সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। গত সোমবার তাইমুর খান বাপ্পি নামে এক শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান এ রিট দায়ের করেন।

রিট আবেদনে কোভিড-১৯ মহামারী বিবেচনায় নিয়ে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চাওয়া হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version