প্রচ্ছদ বিশেষ খবর এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হতে পারে

এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হতে পারে

0

আসন্ন ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাস আজ প্রকাশ করা হতে পারে। সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে আজ (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হবে। এর পর সেটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ জানান, এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সেটি প্রায় চূড়ান্ত। সোমবার এটি পাওয়া যাবে। এটি পাওয়া মাত্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version