প্রচ্ছদ বিশেষ খবর কক্সবাজারে দুই কেজির বেশি ওজনের আইস (মাদক) উদ্ধার

কক্সবাজারে দুই কেজির বেশি ওজনের আইস (মাদক) উদ্ধার

0
আইস (মাদক)

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে দুই কেজির বেশি ওজনের ক্রিস্টাল মেথ আইস (মাদক) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধার করা মাদকের মুল্য সাড়ে ১০ কোটি টাকা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লে. এম মুহতাসিম বিল্লাহ শাকিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। পরে আইস (মাদক) চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের দাম সাড়ে ১০ কোটি টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদককারবারিদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version