করোনাভাইরাস সংক্রমণ রুখতে আগামীকাল (৩০ জুন) বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সাত দিনের কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।
এর আগের বিধিনিষেধগুলোতে প্রবাসী কর্মীদের যাতায়াতের বিষয়টিকে প্রাধান্য দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট চালু রেখেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অবশ্য এবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের কথা বলা হলেও চালু থাকছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল।
সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে বুধবার সরকার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কর্মীরা ফ্লাইটের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে চলাচল করতে পারবেন।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই মাস থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।
চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। সে সময় আন্তজেলা পরিবহনগুলোর মতো বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। অবশ্য ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।