প্রচ্ছদ বিশেষ খবর করোনাভাইরাস আজীবন থেকে যেতে পারে : বিশেষজ্ঞের সতর্কবার্তা

করোনাভাইরাস আজীবন থেকে যেতে পারে : বিশেষজ্ঞের সতর্কবার্তা

0

প্রাণঘাতী করোনাভাইরাস বিভিন্ন রূপে আজীবন থেকে যেতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ সরকারের জরুরি বৈজ্ঞানিক পরামর্শদাতা দলের (সেজ) বিশেষজ্ঞ মার্ক ওয়ালপোর্ট। তিনি বলেছেন, ‘মানুষকে নিয়মিত বিরতিতে করোনার টিকা নিতে হতে পারে।’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম আশা প্রকাশ করেছিলেন, দুই বছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি মিলতে পারে, যেভাবে ১৯১৮ সালে ছড়িয়ে পড়া স্প্যানিশ ফ্লু থেকে মুক্তি মিলেছিল।

এর পরই ওয়ালপোর্ট বললেন, জনসংখ্যার ঘনত্ব ও ভ্রমণের ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। ১৯১৮ সালের চেয়ে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি।

ওয়ালপোর্ট আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে হলে বিশ্বব্যাপী টিকা কার্যক্রম প্রয়োজন। তবে করোনা গুটিবসন্ত জাতীয় কোনো রোগ নয় যে, টিকা দেওয়ার মাধ্যমেই নির্মূল হয়ে যেতে পারে। এটি এমন একটি ভাইরাস, যেটি আমাদের সঙ্গে কোনো না কোনো রূপে চিরকাল থাকবে এবং প্রায় নিয়মিতভাবে টিকা দেওয়ার প্রয়োজন হবে। তাই, একজন মানুষকে নিয়মিত বিরতিতে বারবার টিকা নিতে হবে।’

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version