প্রচ্ছদ বিশেষ খবর করোনার কারণে পেছাল পদ্মা সেতুর নির্মাণকাজ

করোনার কারণে পেছাল পদ্মা সেতুর নির্মাণকাজ

0

পদ্মা সেতুর কাজ আগামী জুনে শেষ হবে-এমনটাই ঠিক করা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারী আর এবারের অতিরিক্ত বন্যা এ সেতু নির্মাণকাজে বাধা সৃষ্টি করেছে। ফলে এটির কাজ ২০২২ সালের মধ্যেই শেষ হবে। বুধবার (২৬ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সময় বেশি লাগার জন্য পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য সরকারের ব্যয় হবে ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা।

এখন যে খরচ বাড়ানো হল, এতে প্রকল্পব্যয় বেড়ে কত হল জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকল্পব্যয় যা ছিল তাই থাকবে। প্রকল্পব্যয়ে এটা অলরেডি ধরা ছিল, সেখান থেকেই অ্যাডজাস্ট করা হবে।’ সূত্র জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় সবধরনের কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে। এতে দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক বিদেশি প্রকল্প এলাকা ছেড়ে নিজ দেশে চলে যান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version