নভেল করোনা মহামারির ভয়াবহ প্রকোপে গোটা বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও স্থবীরতা নেমে এসেছে। এই স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ঘোষনা করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে হঠাৎ নেমে আসা স্থবিরতা বা ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন খাতে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা বাস্তবায়নে বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক সমৃদ্ধ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এই ক্রান্তিকালে চরম ঝুঁকির মধ্যেও সোনালী ব্যাংকের দেশব্যাপি ১২২২ টি শাখার মাধ্যমে জরুরী ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষে সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনার প্যাকেজ বাস্তবায়নে সোনালী ব্যাংক এই সংকটকালেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা প্রতিকুল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারি বিভিন্ন সময়োপযোগি সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চলতি মুলধন হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড ১ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এছাড়াও বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।