প্রচ্ছদ কর্পোরেট সংবাদ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লক্ষ টাকা...

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লক্ষ টাকা প্রদান করল বিএবি

0

করোনা প্রাদুর্ভাব জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যে ৭২,৭৫০ কোটি টাকার আপদকালীন প্রণোদনা ঘোষণা করেছেন, তাকে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক্স (বিএবি) স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। বিএবি বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রণোদনা দেশের ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্পকে সচল রাখবে এবং এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে।

করোনা উদ্ভূত সংকট মোকাবেলায় নিন্ম আয়ের জনগোষ্ঠির সাহায্যার্থে এবং চিকিৎসা সরঞ্জামাদি যেমন পিপিই, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয়ের জন্য বিএবির পক্ষ থেকে এর চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার আজ (৫ এপ্রিল ২০২০) মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লক্ষ টাকা প্রদান করেছে। অনুদানের ভেতরে ন্যাশনাল ব্যাংক ১৫ কোটি টাকা এবং অন্যান্য প্রতিটি পুরাতন ব্যাংক ৫ কোটি টাকা এবং ৪র্থ প্রজন্মের ব্যাংকগুলো ২০ লক্ষ টাকা করে প্রদান করে। এছাড়াও আল-আরাফাহ ইসলামী ব্যাংক তাদের সকল কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ৮৩ লক্ষ ১৮ হাজার ৩৪০ টাকা প্রদান করে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version