প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ উদযাপন

0
এমটিবি

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” উদযাপন করেছে। এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী, গোলাম রাব্বানী-এর উপস্থিতিতে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিএফডিএ-ভিটিসি থেকে উপস্থিত ছিলেন, উপদেষ্টা, ড. এস এম আসিব নাসিম, সিইও, শারমিন আক্তার এবং পিএফডিএ-ভিটিসি-এর অধ্যক্ষ, বেগম নুরজাহান দীপা।

এমটিবি ফাউন্ডেশন অটিজম এবং ¯œায়বিক প্রতিবন্ধী তরুণ ব্যক্তিদের শেখার সুযোগ প্রদানের মাধ্যমে অটিজম আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। এমটিবি ফাউন্ডেশন অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ-এর উপর জোর দেয় কারণ এটি তাদের অধিকার এবং কৃতিত্বের স্বীকৃতির পাশাপাশি নিজেদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান প্রদান করে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version