প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ময়মনসিংহে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

ময়মনসিংহে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

0
জনতা ব্যাংক

জনতা ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার (১১ মে ২০২৪) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ময়মনসংিহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি মোঃ ফয়েজ আলম, মোঃ নুরুল ইসলাম মজুমদার ও মোঃ নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং কোম্পানী এ্যাফেয়ার্স ডিভিশনের জিএম এমএইচএম জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়া সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণীকৃত আদায় এবং অবলোপনকৃত ঋণ হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া ও শাখা প্রধানগন সম্মেলনে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version