১৩ ডিসেম্বর ২০২২ইং তারিখে কুমিল্লা জেলার দেবিদ্বারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩৬তম শাখা হিসেবে দেবিদ্বার শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন। একই দিনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক জনাব নূরুল আলম মীর। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম ওমানী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট নাজমা বেগম এবং অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতার ভিত তৈরির লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোঁরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেবার মান অত্যন্ত সন্তোষজনক, আমরা এই ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে সেই সর্বোত্তম সেবা প্রদান করতে চাই। শাহ্জালাল ইসলামী ব্যাংকের দেবিদ্বার শাখা এই এলাকার অর্থনৈতিক উন্নতিসহ সার্বিক ক্ষেত্রে অধিকতর অবদান রাখবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।