দিন ও রাতের তাপমাত্রা কমেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সকালের রোদ। আবহাওয়াবিদরা বলছেন, অনেক জায়গায় ঘন কুয়াশা থাকছে ভোর থেকে দুপুর পর্যন্ত। উত্তরে হিমেল হাওয়ায় জেঁকে বসছে শীতও।
বুধবার (৯ ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ একে নাজমুল হক বলেন, রংপুর, খুলনা, চট্টগ্রামের কিছু এলাকা ছাড়া প্রায় সব জায়গায় ঘণ কুয়াশা পড়ছে। শীত জেঁকে বসতে একটু সময় লাগবে। তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বুধবারের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে ভোর পর্যন্ত নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।