প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় বিদেশফেরত ৩০৪ জন কোয়ারেন্টিনে

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় বিদেশফেরত ৩০৪ জন কোয়ারেন্টিনে

0

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ফেরা ৩০৪ যাত্রীকে প্রাতিষ্ঠানিক বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে কর্মরত ডা. আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল আটটার মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে প্রায় তিন হাজারেরও মানুষ বাংলাদেশে আসে।

তাদের মধ্যে ৩০৪ জনের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছিল না। এ কারণে তাদের নগরীর দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, যারা কোভিড-১৯ নেগেটিভ সনদ আনবেন না তাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ১৪ দিন থাকতে হবে।

গত ৪ ডিসেম্বর সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ (সিএএবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিয়েছিল, ৫ ডিসেম্বরের পর যে কাউকে বাংলাদেশে আসতে হলে কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে। যা ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে নিতে হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version