প্রচ্ছদ বিশেষ খবর কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য

কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য

0
ভাসমান মানুষদের

কোভিড-১৯ ভ্যাকসিন প্রথমে যাদের দেয়া হবে

> সরকার ন্যায্যতা ও অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরাসরি স্বাস্থসেবা প্রদানকারীগণ অগ্রাধিকার পাবেন।

> সম্মুখসারির ও জরুরি সেবাপ্রদানকারী, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ নাগরিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক ও যাদের বয়স আঠারো বছরের ওপরে তাদেরসহ সকল জনগণকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন যেভাবে পাওয়া যাবে

> কোভিড-১৯ ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধনের জন্য (http://www.surokkha.gov.bd) লিংকটি ব্যবহার করুন।

> নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট দিনে ভ্যাকসিন দেয়া হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরে করণীয়

> কোভিড-১৯ ভ্যাকসিন একটি নিরাপদ ভ্যাকসিন। তবে ভ্যাকসিন নেয়ার পরে কারো কারো ক্ষেত্রে অন্যান্য ভ্যাকসিনের মতো মৃদু উপসর্গ দেখা দিতে পারে। যেমন : ভ্যাকসিন প্রয়োগের জায়গায় ফুলে যাওয়া, সামান্য জ্বর হওয়া, বমি বমি ভাব, মাথা ও শরীর ব্যথা। এ লক্ষণগুলো সাধারণত দুই একদিন থাকতে পারে।

> ভ্যাকসিন নেয়ার পর কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

> ভ্যাকসিন নেয়ার পর যে কোনো উপসর্গ দেখা দিলে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। ভ্যাকসিন নেয়ার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version