প্রচ্ছদ কর্পোরেট সংবাদ খুলনার শিববাড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৬তম শাখার উদ্বোধন

খুলনার শিববাড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৬তম শাখার উদ্বোধন

0

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় খুলনার শিববাড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি (নভেম্বর ১৫, ২০২১) শিববাড়ী শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক শরিফ আতিকুজ্জামান, গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান এবং এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যাংকের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বলেন এক্সিম ব্যাংক একাধারে আধুনিক ও ইসলামি ব্যাংকিং এর সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের শিববাড়ী শাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এই এলাকায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version