প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১১৯ টাকা

খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১১৯ টাকা

0
মুদ্রার রিজার্ভ

দেশে খোলা বাজারে মার্কিন ডলারের দাম বেড়েছেই চলেছে। বুধবার (১১ আগস্ট) খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ টাকায়। এর আগে গত সোমবারও (৮ আগস্ট) মানি এক্সচেঞ্জগুলোতে ১১৫ টাকায় ডলার কেনা-বেচা হয়েছে।

ডলার ব্যবসায় যুক্ত একজন জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে।

রপ্তানি আয়ের তুলনায় উচ্চ আমদানি ব্যয় এবং রেমিট্যান্স কমে যাওয়ায় গত কয়েক মাস থেকেই দেশে ডলারের সংকট চলছে। আন্তব্যাংক লেনদেনে গত সোমবার ডলারের দর ছিল ৯৫ টাকা। সেই হিসাবে এক বছরে ডলারের দাম বেড়েছে ১২ শতাংশ।

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্যাংকের তুলনায় খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে অনেকটাই বেশি দামে।

বৈদেশিক মুদ্রার বাজারে চলমান অস্থিরতা এবং উচ্চ আমদানি ব্যয় অব্যাহত থাকায় সামনের দিনগুলোতে ডলারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করে অবৈধভাবে ডলার মজুদ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তব্যাংক বিনিময় হার বাস্তবতাকে প্রতিফলিত করে না। বাংলাদেশ ব্যাংক টাকার মান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version