প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম: শাহ আমানতে ফ্লাইট অবতরণ করতে পারেনি

ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম: শাহ আমানতে ফ্লাইট অবতরণ করতে পারেনি

0
শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালেও বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো পরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে – শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট। জানা গেছে, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার কাজী খাইরুল কবির।

তিনি জানান, ভিজিবিলিটি কম থাকায় রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে আরও পাঁচটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে গতকাল রবিবার সকালে ও শনিবার রাতে ৬টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version