প্রচ্ছদ বিশেষ খবর ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক

ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক

0

অফিস-আদালত-শপিংমল ও রাস্তাঘাটসহ ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিক্যাল শিক্ষা বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি, আধাসরকারি এবং বেসরকারি সকল অফিসের সবাইকে বাধ্যমূলক মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, গণপরিবহণে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রত্যেকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া হকার, রিক্সা-ভ্যান চালক, পথচারী, হোটেল রেস্টুরেন্টেও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে পরিপত্রে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version