প্রচ্ছদ লাইফ স্টাইল চুল প্রাকৃতিক উপায়ে কালো করবে

চুল প্রাকৃতিক উপায়ে কালো করবে

0
প্রাকৃতিক কালো চুল

চুল আজকাল দ্রুতই পেকে যায়। চুল কালো করতে যে রঙ ব্যবহার করা হয় তাতে কেমিক্যালের উপস্থিতি থাকে। এতে চুল কালো হলেও ক্ষতিগ্রস্ত হয়। কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে সাদা চুল কালো করতে ঘরে তৈরি ব্ল্যাক অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল কালো হওয়ার পাশাপাশি হবে সিল্কি ও নরম। জেনে নিন ব্ল্যাক অয়েল কীভাবে বানাবেন।

লোহার কড়াই নিয়ে নিন। লোহার কড়াই না থাকলে মোটা তলযুক্ত পাত্র নিন। ১ কাপ সরিষার তেল, ১ টেবিল চামচ মেহেদি গুঁড়া, ১ চা চামচ আমলকীর পাউডার ও ১ চা চামচ মেথি পাউডার একসঙ্গে মিশিয়ে চুলার লো মিডিয়াম হিটে বসিয়ে দিন। অনবরত নাড়তে হবে যেন শুকনো উপকরণগুলো জমাট বেঁধে পুড়ে না যায়। ৫ মিনিটের মতো জ্বাল করে নিন। এর মধ্যেই সব উপকরণ মিশে যাবে তেলের সঙ্গে। নামিয়ে সারারাত রেখে দিন। পরদিন কাচের মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ব্ল্যাক অয়েল। ৪ থেকে ৫ মাস পর্যন্ত এটি ভালো থাকবে। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নেবেন বয়াম। সপ্তাহে দুই দিন এটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version