প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকের আরও এক খেলাপি গ্রাহক গ্রেপ্তার

জনতা ব্যাংকের আরও এক খেলাপি গ্রাহক গ্রেপ্তার

0
জনতা ব্যাংক

খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে তৎপরতা অব্যাহত রেখেছে জনতা ব্যাংক পিএলসি। এবার ব্যাংকের রংপুরের লালবাগ বাজার শাখার খেলাপি গ্রাহক মেসার্স বাবুল এন্টারপ্রাইজের মালিক মীর্জা বাবর বাবুলকে ঋণ অনাদায়ে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মেসার্স বাবুল এন্টারপ্রাইজের মালিক মীর্জা বাবর বাবুল নিজ প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংকের রংপুরের লালবাগ বাজার শাখা হতে ২০০৯ সালে চার লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন এসব ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ না করে তিনি সময় ক্ষেপন করছিলেন। সর্বশেষ সুদাসলে ঋণের পরিমান দাঁড়ায় ১১ লাখ ৬৭ হাজার টাকা। ঋণ সমন্বয় না হওয়ায় লালবাগ বাজার শাখা ২০১৮ সালে অর্থঋণ আদালতে মামলা (নং১০৬/১৮) করে। এ প্রেক্ষিতে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে গত ২১ আগস্ট রংপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মীর্জা বাবর বাবুলকে গ্রেফতার করে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version