গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক তথ্য প্রযুক্তির বিশ্বমানের ব্যাংকিং সেবা দিতে কোর ব্যাংকিং সলিউশন-সিবিএস চালু করেছে জনতা ব্যাংক ইউএই অপারেশন। বুধবার (৩১/০৮/২২) জনতা ব্যাংকের ইউএই এর আবুধাবি শাখায় বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ফিতা ও কেক কেটে ইউএইর ৪টি শাখায় কোর ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়াল পাøাটফর্মে যুক্ত থেকে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ কোর ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। ভার্চুয়াল মাধ্যম ও আবুধাবি শাখায় ইউএইতে নিযুক্ত বালাদেশী কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ব্যাংকের পরিচালক কে এম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, কোর ব্যাংকিং সুবিধার আওতায় ইউএইতে জনতা ব্যাংকের ৪টি শাখার মাধ্যমে এখন থেকে খুব সহজেই প্রবাসী গ্রাহকেরা দেশের যেকোন ব্যাংক একাউন্টে কয়েক মিনিটের মধ্যে রেমিট্যান্স পাঠাতে পারবেন। ইউএইতে স্থাপিত ব্যাংকের ৮ টি এটিএম বুথও কোর ব্যাংকিংয়ে যুক্ত হওয়ায় গ্রাহকরা আরও ভাল সেবা পাবেন। শীঘ্রই চালু হতে যাচ্ছে জনতা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এ্যাপস। এতে প্রবাসী গ্রাহকরা ব্যাংকের শাখায় না গিয়ে ঘরে বসেই রেমিট্যান্স পাঠানোসহ ব্যাংকের অন্যান্য সুবিধা নিতে পারবেন।