প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জনতা ব্যাংকের নতুন তিন জন নতুন পরিচালক হলেন এ. কে. এম. খবির...

জনতা ব্যাংকের নতুন তিন জন নতুন পরিচালক হলেন এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আওয়াল সরকার ও ড. মো: শাহাদাৎ হোসেন

0
জনতা ব্যাংক

এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী: জনতা ব্যাংক পিএলসি.- এর নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্যাংকটির সাবেক মহাব্যবস্থাপক এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী। বর্ণাঢ্য চাকুরির বিভিন্ন পর্যায়ে তিনি শাখা ব্যবস্থাপক, প্র্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ও ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আমানত সংগ্রহ, খেলাপি ঋণ আদায় ও বৈদেশিক বাণিজ্যে কাঙ্ক্ষিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন সময়ে প্রশংসাপত্র ও নগদ পুরস্কার অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে ১৯৭০ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৯ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতার পাড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আব্দুল আউয়াল সরকার: জনতা ব্যাংক পিএলসি.-এর পরিচালক হিসেবে যোগদানকৃত আব্দুল আউয়াল সরকার বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। তিনি বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক ও বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত জার্নালের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামিক অর্থনীতি, ব্যাংকিং ও ফিন্যান্স, তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স, মুদ্রানীতি, সুকুক ইন্স্যুরেন্স ও ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আরব আমিরাত, ইরান, ভারত, মালয়েশিয়া, তুরস্ক, কোরিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

আব্দুল আউয়াল সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি হতে ডিসটিংশনসহ এমএসসি ইন ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে লালমনিরহাটের আদিতমারি উপজেলার তালুখারুদাস গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ড. মো: শাহাদাৎ হোসেন: জনতা ব্যাংক পিএলসি.-এর সদ্য যোগদানকৃত পরিচালক ড. মো: শাহাদাৎ হোসেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব। ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের এক কর্মকর্তা হিসেবে কর্মে যোগদান করেন। তিনি অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- WHO, WB, USAID, Population Council, RTMসহ বহু প্রতিষ্ঠানে ন্যাশনাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, চীন, যুক্তরাজ্য, মঙ্গোলিয়া ও থাইল্যান্ডে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

ড. মো: শাহাদাৎ হোসেন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হতে ২০০৪ সালে উন্নয়ন অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে HRM-এ MBA ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে ১৯৮৪ সালে স্নাতক এবং ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ডেফোডিল বিশ্ববিদ্যালয় ইত্যাদি অনেক বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্ট, ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট-এ প্রায় সুদীর্ঘ ৩০ বৎসরাধিক খণ্ডকালীন অধ্যাপক এবং এছাড়াও দেশের প্রায় সকল খ্যাতনামা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন। ড. শাহাদাৎ দেশে ও বিদেশে অনেক আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধের সুলেখক। তিনি অনেক পুস্তক রচনা করেন এবং বহু সামাজিক কল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ১৯৬৩ সালে চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডমারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version