জনতা ব্যাংকের সব ব্যবসায়িক সূচকে বড় অগ্রগতি সৃষ্টি ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ১০০ দিনের (২০ ফেব্রুয়ারি ২০২৫ হতে ৩০ মে ২০২৫) বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এই কর্মসূচির মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে জনতা ব্যাংককে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে তিনি এ কর্মসূচি সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের তিনি নির্দেশ প্রদান করেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে ব্যাংকের সর্বস্তরে কর্মচাঞ্চল্য সৃষ্টি ও গতিশীলতা বৃদ্ধি পাবে।পাশপাশি যে সমস্ত নির্বাহী ও কর্মকর্তা লক্ষ্যমাত্রার শতভাগ সফলতা অর্জন করতে পারবেন তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন ।
ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মো: ফয়েজ আলম ও মো: নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), মহাব্যবস্থাপকবৃন্দসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এছাড়া অনলাইনে সকল বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস ও শাখা প্রধানগণ সংযুক্ত ছিলেন।